জম্মু ও কাশ্মীরের নতুন রাজ্যপাল নিযুক্ত সত্যপাল মালিক

জম্মু ও কাশ্মীরের নতুন রাজ্যপাল নিযুক্ত সত্যপাল মালিক
Published on

বিহারের রাজ্যপাল সত্যপাল মালিক জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হচ্ছেন। কাশ্মীরের রাজ্যপাল এনএন ভোরার স্থলভিষিক্ত হচ্ছেন মালিক। ২০০৮ সাল থেকে ভোরা লাশ্মীরের রাজ্যপাল পদে বহাল ছিলেন। মঙ্গলবার রাষ্ট্ৰপতি রাজ্যপাল বদলের কথা ঘোষণা করেন। মালিক বিহার থেকে চলে যাওয়ার পর বিজেপি নেতা ললিত ট্যান্ডন বিহারের নতুন রাজ্যপালের দায়িত্ব কাঁধে তুলে নেবেন। সত্যপাল মালিক এক সময়ে মীরাটের একজন ছাত্ৰ নেতা ছিলেন। ১৯৭৪ সালে তিনি চরণ সিঙের লোক দলে নির্বাচিত হয়েছিলেন। ১৯৮০ সালে লোকদলের এবং ৮৬ সালে কংগ্ৰেসপ্ৰার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন রাজ্যসভায়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com