জম্মু ও কাশ্মীরে সেনার সঙ্গে সংঘর্ষে নিহত দুই হিজবুল জঙ্গি

জম্মু ও কাশ্মীরে সেনার সঙ্গে সংঘর্ষে নিহত দুই হিজবুল জঙ্গি
Published on

শ্ৰীনগরঃ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সেনার সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর দুই জঙ্গি নিহত হয়। নিহত জঙ্গিদের একজনের নাম আলতাফ দার ওরফে কারচু। আলতাফ হিজবুলের একজন পদস্থ কমান্ডার। দুর্ধর্ষ আলতাফের অপরাধমূলক কার্যকলাপে এক দশকেরও বেশি সময়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। দক্ষিণ কাশ্মীরে বহু নিরাপত্তা কর্মী,পুলিশ ও সাধারণ জনকে হত্যায় জড়িত আলতাফ।

সংঘর্ষে জড়িত থাকা একজন পুলিশ অফিসার রাজ্যে পুলিশের ওপর আক্ৰমণে হিজবুল কমান্ডারকে একজন মুখ্য স্থপতি হিসেবে বর্ণনা করেন। পুলিশ আরও বলেছে দার এবং তার এক সহযোগী ইয়াসিন ইটো ২০১৬ সালে হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানির হত্যার পর রাজ্যে অস্থিরতা সৃষ্টিতে জনগণকে উস্কানোর ঘটনায় জড়িত ছিল। সংঘর্ষে নিহত আলতাফ ছাড়াও তার এক সহযোগীকে ওমর রশিদ ওয়ানি নামে শনাক্ত করা হয়েছে। গত বছর সাধারণ মানুষের হত্যা এবং নিরাপত্তা প্ৰতিষ্ঠানের ওপর হামলায় রশিদ ওয়ানি জড়িত ছিল। বাতামুলাতে সংঘর্ষের সময় রশিদ ওয়ানি কোনো ক্ৰমে প্ৰাণে বেঁচে গিয়েছিল। এছাড়া শ্ৰীনগরে নিরাপত্তা বহিনীর ওপর আক্ৰমণের ঘটনায়ও রশিদ ওয়ানি জড়িত ছিল। সেনাবাহিনী মৃত জঙ্গিদের কাছ থেকে একটি একে৪৭ এবং একটি আইএনএসএ রাইফেলস উদ্ধার করেছিল।

গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতে পুলিশের নেতৃত্বে একটি তদন্তকারী দল মুনিওয়ার্ড গ্ৰামে তল্লাশি অভিযানে নামে। সংঘর্ষের জন্য ওই এলাকায় ইণ্টারনেট ও ট্ৰেন সেবা বন্ধ করে দেওয়া হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com