জম্মু ও কাশ্মীরে হিজবুল প্ৰধানের বড় ছেলে শাকিল গ্ৰেপ্তার

জম্মু ও কাশ্মীরে হিজবুল প্ৰধানের বড় ছেলে শাকিল গ্ৰেপ্তার
Published on

শ্ৰীনগরঃ জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)আজ হিজবুল মুজাহিদিন প্ৰধান সৈয়দ সাহাবুদ্দিনের বড় ছেলে শাকিল ইয়ুসুফকে গ্ৰেপ্তার করেছে ২০১১ সালে সন্ত্ৰাসীদের তহবিল জোগান দেওয়া সম্পর্কিত মামলায় জড়িত থাকার অভিযোগে। নিয়ার(এনআইএ)জনৈক মুখপাত্ৰ সংবাদ মাধ্যমকে বলেন,সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দল শাকিলকে গ্ৰেপ্তার করেছে। সন্ত্ৰাস দমনে শাকিলকে গ্ৰেপ্তারের ঘটনাটি নিরাপত্তা বাহিনীর এক বড়রকমের সাফল্য বলে মনে করা হচ্ছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে শাকিল শ্ৰীনগরের একটা হাসপাতালে কাজ করছিল। ২০১১ সালে সন্ত্ৰাসীদের অর্থ জোগান মামলায় জড়িত অভিযোগে নিয়া তার গতিবিধির প্ৰতি তীক্ষ্ণ নজর রাখছিল। প্ৰচার মাধ্যমের খবরে প্ৰকাশ,নিয়া এবছর মার্চে শাকিলকে জেরা করেছিল। সূত্ৰটি বলেছে,পাকিস্তান থেকে হাওলা চ্যানেলের মাধ্যমে দিল্লি হয়ে জম্মু ও কাশ্মীরের জঙ্গিদের তহবিল হস্তান্তরের কাজে শাকিল জড়িত থাকার অভিযোগ রয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com