
নয়াদিল্লিঃ জম্মু-দিল্লি দুরন্ত এক্সপ্ৰেসে বৃহস্পতিবার সকালে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে। পাঁচজনের একটি সশস্ত্ৰ ডাকাত দল ট্ৰেনের একটি কামরায় ঢুকে ধারালো অস্ত্ৰ উঁচিয়ে কয়েক মিনিটের মধ্যে যাত্ৰীদের নগদ টাকা,সোনার অলংকার ও মোবাইল ইত্যাদি নিয়ে কেটে পড়ে। ঘটনার সময় ট্ৰেনের ওই কামরায় কোনও নিরাপত্তারক্ষী না থাকায় ডাকাতরা অবাধে যাত্ৰীর সমস্ত মূল্যবান সামগ্ৰী হাতিয়ে নেওয়ার সু্যোগ পেয়ে যায়। দিল্লির অদূরে বাদলি নামের একটি এলাকার কাছে এই ঘটনা ঘটে। ট্ৰেনের একজন যাত্ৰী একথা জানান।
উত্তর রেলের মুখপাত্ৰ দীপক কুমার বলেন,দিল্লির বাইরে বাদলির কাছে সিগনাল না পাওয়ায় ট্ৰেনটিকে হঠাৎ থামতে হয়। ওই সময়ই সশস্ত্ৰ ডাকাতের দল ট্ৰেনের বি-থ্ৰি কোচে ঢুকে দুজন যাত্ৰীর সর্বস্ব লুট করে নেয়। তিনি বলেন,জেনারেল রেলওয়ে পুলিশ(জিআরপি)লুণ্ঠিত যাত্ৰীদের বিবৃতি রেকর্ড করেছে। টিটিই এবং ট্ৰেনে উপস্থিত থাকা অন্যান্য স্টাফেরও বিবৃতি নেওয়া হয়েছে। ডাকাতরা যে দুজন যাত্ৰীর টাকা পয়সা ও অন্যান্য সামগ্ৰী লুট করে নিয়েছে তাঁদের অশোক কুমার ও বসন্ত ভাণ্ডারি নামে শনাক্ত করা হয়েছে এবং এরা দুজনই জম্মুর বাসিন্দা।
উত্তর রেলের মুখপাত্ৰটি আরও বলেন,ট্ৰেনটিতে রেলওয়ে প্ৰটেকশন ফোর্সের(আরপিএফ)কোনও এসকর্ট ছিল না। সন্দেহভাজন ডাকাতদের স্কেচ তৈরির জন্য জিআরপি কাজে নেমেছে। জম্মু থেকে দিল্লিতে আসা অশ্বিনী কুমার নামে একজন যাত্ৰীর রেলওয়ের কমপ্লেন পোর্টেল নালিশ জানানোর পরই ডাকাতির ঘটনাটি প্ৰকাশ্যে আসে।