জাকার্তায় আবেগঘন পরিবেশে শেষ হলো অষ্টাদশ এশিয়ান গেমস

জাকার্তায় আবেগঘন পরিবেশে শেষ হলো অষ্টাদশ এশিয়ান গেমস

Published on

জাকার্তাঃ জাকার্তায় বৃষ্টিভেজা গেলোরা বাং কারনো স্টেডিয়ামে রবিবার এক আবেগঘন পরিবেশে শেষ হলো অষ্টাদশ এশিয়ান গেমস। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ও সি এ) সভাপতি এই ইভেন্টকে ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করেন।

বৃষ্টি থাবা বসালেও বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান বর্ণময় করে তুলতে ইন্দোনেশিয়ানদের দুর্দমনীয় গতিতে কোনও বাধ সাধতে পারেনি। সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি)সভাপতি থোমাস বাচ। ওসিএ সভাপতি সেখ আহমদ আয়োজকদের অভিনন্দন জানান। ধন্যবাদ জাকার্তাকে, ধন্যবাদ পেলামবাংকে। আপনারা করে দেখিয়েছেন- বলেন, শেখ আহমদ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com