জাজিরা এয়ারওয়েজের বিমানে আগুন,অক্ষত যাত্ৰীরা

জাজিরা এয়ারওয়েজের বিমানে আগুন,অক্ষত যাত্ৰীরা
Published on

গুয়াহাটিঃ কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের একটি বিমান(জে৯৬০৮)বুধবার শেষ রাত ১-৪৫ নাগাদ হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় বিমানটিতে আগুন লেগে যায়। বিমানে ১৪৫ জন আরোহী ছিলেন। আগুন লাগে বিমানের ডানদিকের ইঞ্জিনে। কারিগরি সমস্যার জন্যই এই আগুন লাগে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিমান কর্মীরা সঙ্গে সঙ্গে বিমানটিকে থামিয়ে দেন। দমকল কর্মীরা ছুটে গিয়ে আগুন বাগে আনেন। পাইলট ইতিপূর্বেই ইঞ্জিন বন্ধ করে দিয়েছিলেন। বিমানের কোনও আরোহী আহত হননি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com