Begin typing your search above and press return to search.

জাজেস ময়দানে গুয়াহাটি ছাত্ৰ সংস্থার উদ্যোগে উন্মুক্ত বিহু

জাজেস ময়দানে গুয়াহাটি ছাত্ৰ সংস্থার উদ্যোগে উন্মুক্ত বিহু

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  17 April 2019 1:13 PM GMT

গুয়াহাটিঃ সারা গুয়াহাটি ছাত্ৰ সংস্থা(এজিএসইউ)অন্যান্য বছরের মতো এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে গত ১৪ এপ্ৰিল মহানগরীর জাজেস ময়দানে উন্মুক্ত বিহুর(মুকলি বিহু)আয়োজন করে। বিশিষ্ট শিল্পী কুল বরুয়া এদিন বিহুর পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে আসুর পতাকা তোলেন সংগঠনের সভাপতি দীপাঙ্ক কুমার নাথ। শহিদদের প্ৰতি শ্ৰদ্ধা জানানো কর্মসূচির সূচনা করেন আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ। সন্দিকৈ গার্লস কলেজের ছাত্ৰীরা সমবেত সঙগীত পরিবেশন করেন অনুষ্ঠানে।

বিভিন্ন শিল্পী,লেখক,ক্ৰীড়া ব্যক্তিত্ব ও অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজ্যের জন্য গৌরব কুড়িয়ে আনা ভারতরত্ন ড.ভূপেন হাজরিকার পরিবারের সদস্য,পদ্মশ্ৰী ড. ইলিয়াস আলি এবং উদ্ধব ভরালি,সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার জয়ী জগন্নাথ বায়ন,নুরুদ্দিন আহমেদ,রামকৃষ্ণ তালুকদার,সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার জয়ী সনন্ত তাঁতি সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও অর্জুন পুরস্কার জয়ী হিমা দাস ও চলচ্চিত্ৰ নির্দেশক রিমা দাসকে অনুষ্ঠানে সংবর্ধনা জানান আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য।

বিহু হুচরি,ওজাপালি,বোড়ো নৃত্য ইত্যাদি অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সম্মোহিত করে।

অনুষ্ঠানে প্ৰয়াত সংগীত শিল্পী দীপালি বরঠাকুরের প্ৰতি সংগীতের মাধ্যমে শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। কন্ঠশিল্পী তরালি শর্মা,জুবলি এবং বর্ণালি কলিতা প্ৰয়াত শিল্পীর এক একটা কালজয়ী গান গেয়ে তাঁর প্ৰতি শ্ৰদ্ধা জানান।

Next Story
সংবাদ শিরোনাম