জাতীয় সড়ক ০৬ উদ্বোধন করতে সোমবার শিলঙে আসছেন গাড়করি

নয়াদিল্লিঃ উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা চাঙ্গা করে তোলার লক্ষ্যে কেন্দ্ৰীয় ভূতল পরিবহণ,হাইওয়ে,জল সম্পদ দপ্তরের মন্ত্ৰী নীতিন গাড়করি আগামি সোমবার শিলঙে ০৬নং জাতীয় সড়কে ১০২ কিলোমিটার দীর্ঘ জোয়াই-রাতাছড়া সেকশনটি উদ্বোধন করবেন। জাতীয় সড়কের এই প্ৰকল্পটি নির্মাণে ব্যয় হয়েছে ৬৮৩ কোটি টাকা। এই পথটি নির্মাণ হওয়ায় জোয়াই-রাতছড়া সফরে সময় কমে মাত্ৰ আড়াই ঘণ্টা লাগবে। বর্তমানে জোয়াই-রাতাছড়া সফর করতে ৪ ঘণ্টা লাগছে। কয়লা ও সিমেন্ট উৎপাদনকারী বেল্ট হয়েই এই জাতীয় সড়কটি নির্মাণ করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি পথে এই সড়কটি জীবনরেখা হয়ে দাঁড়াবে। পথটির জন্য বরাক উপত্যকা ও আশপাশ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। নতুন করে নির্মিত এই হাইওয়েতে ২টি টোল প্লাজা ১৭টি বাস আস্থান,২টি হাইওয়ে পেট্ৰোল,২টি অ্যাম্বুলেন্স ইত্যাদির সু্যোগ সুবিধা থাকবে।