
নয়াদিল্লিঃ উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা চাঙ্গা করে তোলার লক্ষ্যে কেন্দ্ৰীয় ভূতল পরিবহণ,হাইওয়ে,জল সম্পদ দপ্তরের মন্ত্ৰী নীতিন গাড়করি আগামি সোমবার শিলঙে ০৬নং জাতীয় সড়কে ১০২ কিলোমিটার দীর্ঘ জোয়াই-রাতাছড়া সেকশনটি উদ্বোধন করবেন। জাতীয় সড়কের এই প্ৰকল্পটি নির্মাণে ব্যয় হয়েছে ৬৮৩ কোটি টাকা। এই পথটি নির্মাণ হওয়ায় জোয়াই-রাতছড়া সফরে সময় কমে মাত্ৰ আড়াই ঘণ্টা লাগবে। বর্তমানে জোয়াই-রাতাছড়া সফর করতে ৪ ঘণ্টা লাগছে। কয়লা ও সিমেন্ট উৎপাদনকারী বেল্ট হয়েই এই জাতীয় সড়কটি নির্মাণ করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি পথে এই সড়কটি জীবনরেখা হয়ে দাঁড়াবে। পথটির জন্য বরাক উপত্যকা ও আশপাশ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। নতুন করে নির্মিত এই হাইওয়েতে ২টি টোল প্লাজা ১৭টি বাস আস্থান,২টি হাইওয়ে পেট্ৰোল,২টি অ্যাম্বুলেন্স ইত্যাদির সু্যোগ সুবিধা থাকবে।