জাপানের বুক দিয়ে বয়ে যাওয়া প্ৰবল সামুদ্ৰিক ঘূর্ণি ঝড়ে কমপক্ষেও ৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দুশো। পশ্চিম জাপানের ওপর দিয়ে বয়ে যায় টাইফুন জেবি নামের এই প্ৰলয় ঝড়। দীর্ঘ ২৫ বছর পর এই প্ৰলয় ঝড় আঘাত হানল দীপ রাষ্ট্ৰে। ঝড়ের গতি ছিল ঘণ্টায় ১৭২ কিলোমিটার। প্ৰবল বাতাসের সঙ্গে নেমে আসে আকাশ ভাঙা বৃষ্টি। টাইফুন জেবি যখন ধ্বংসলীলা চালাচ্ছিল সে সময় জাপানের অসংখ্য বিমানযাত্ৰী দ্বীপের বিমানবন্দরে আতঙ্কের সঙ্গে রাত কাটাতে বাধ্য হন। পশ্চিম জাপানের একটা অংশ দিয়ে বিধ্বংসী ঝড় বয়ে যাওয়ার সময় ওশাখা বে-র একটি দ্বীপের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ৩ হাজার মানুষ আটকা পড়েন। ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে যায়। রাস্তার গাড়ি উড়িয়ে নিয়ে যায় অনেক দূর। বিভিন্ন বাড়িতে ধরে ফাটল। বিভিন্ন সোসিয়েল মিডিয়া প্ল্যাটফর্ম মঙ্গলবারের এই প্ৰলয় ঝড়ের ভিডিও ছবি প্ৰকাশ করেছে।
Begin typing your search above and press return to search.