Begin typing your search above and press return to search.

জামশেদপুরের সঙ্গে ম্যাচ ড্ৰ করে পয়েন্ট ভাগ করে নিল নর্থইস্ট ইউনাইটেড

জামশেদপুরের সঙ্গে ম্যাচ ড্ৰ করে পয়েন্ট ভাগ করে নিল নর্থইস্ট ইউনাইটেড

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  26 Oct 2018 12:04 PM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটির সরুসজাইয়ে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে বৃহস্পতিবার আইএসএল-এর ম্যাচে জন আব্ৰাহামের টিম নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্ৰ করলো জামশেদপুর এফসি।

এদিন সরুসজাইয়ে প্ৰথমে লিড নিয়েও ঘরের মাটিতে খেলার ফায়্দা শেষ পর্যন্ত ধরে রাখতে পারলো না নর্থইস্ট ইউনাইটেড। খেলার শুরু থেকেই ঘরোয়া দলটি রীতিমতো মাঠ শাসনের আধিপত্য ধরে রাখে। প্ৰথমার্ধের ২০ মিনিটের মাথায় অধিনায়ক ওবেচের দর্শনীয় গোলে ১-০ এগিয়ে যায় ঘরোয়া দল নর্থইস্ট ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে হঠাৎই নর্থইস্টের ছন্দপতন ঘটে। ম্যাচের ৪৫ মিনিটে হ্যান্ডবল ও অক্ৰীড়াসুলভ মনোভাবের জন্য রেফারির নির্দেশে মাঠ ছাড়তে হয় মিসোলাভ কমোস্কিকে। ফলে ঘরোয়া দল দশজনকে নিয়েই খেলতে বাধ্য হয়। প্ৰতিপক্ষ জামশেদপুর এফসি এই সু্যোগটাকে কাজে লাগায়। খেলার ৪৯ মিনিটে দুরন্ত একটা শট নিয়ে জামশেদপুরের ফারুক চৌধুরী অনবদ্য গোল করে ম্যাচে সমতা ফেরান।

ম্যাচ ড্ৰ হওয়ায় ঘরোয়া দল ও জামশেদপুর পয়েণ্ট ভাগ করে নেয়। পরবর্তী সময় উভয় পক্ষ গোল করার মরিয়া চেষ্টা চালায় যদিও প্ৰতিবারই সু্যোগ হাত ছাড়া হয় উভয় দলের। তবে ম্যাচ ড্ৰ হলেও নর্থইস্ট ইউনাইটেড পয়েণ্ট তালিকায় শীর্ষ স্থানেই রয়েছে।

উল্লেখ্য,নর্থইস্ট ইউনাইটেড এপর্যন্ত চারটি ম্যাচ খেলেছে। এর মধ্যে দুটো ম্যাচে জিতেছে এবং দুটো ড্ৰ করেছে তারা। এই সুবাদে ৮ পয়েণ্ট নিয়ে তালিকার শীর্ষে পৌঁছল তারা। আগামি ৩০ অক্টোবর নর্থইস্ট ইউনাইটেড দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিল্লি ডায়নামোস এফসি-র বিরুদ্ধে অবতীর্ণ হবে।

Next Story
সংবাদ শিরোনাম