Begin typing your search above and press return to search.

জাহ্নু বরুয়ার ছবি ‘ভগা খিরিকি’ বিশ্বের দর্শকদের সম্মোহিত করবে

জাহ্নু বরুয়ার ছবি ‘ভগা খিরিকি’ বিশ্বের দর্শকদের সম্মোহিত করবে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Sep 2018 12:24 PM GMT

গুয়াহাটিঃ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্ৰ পরিচালকে জাহ্নু বরুয়ার নির্দেশিত অসমিয়া ছবি ‘ভগা খিরিকি’(ভাঙা জানলা)আগামি ২৫ অক্টোবর গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসবের প্ৰিমিয়াম শোতে প্ৰদর্শন করা হবে। বলিউড অভিনেত্ৰী প্ৰিয়ঙ্কা চোপড়ার পারপেল পেবল পিকচার্চ এবং শবনম আলমের ইস্টারলি এনটারটেইনমেন্টের সহযোগিতায় ছবিটি নির্মিত হয়েছে। এই সুবাদে প্ৰিয়ঙ্কা চোপড়া ও শবনম আলমের অসমিয়া সিনেমায় অভিষেক হলো।

বুধবার গুয়াহাটির ফিল্ম স্টুডিও জ্যোতি চিত্ৰবনে ছবিটির পোস্টার উন্মোচন করা হয়। জ্যোতি চিত্ৰবনের অধ্যক্ষ পবিত্ৰ মার্ঘেরিটা সাংবাদিকদের বলেন,জাহ্নু বরুয়ার এই ছবিটি গুয়াহাটিতে ২৫ অক্টোবর দ্বিতীয় আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসবে প্ৰদর্শন করা হবে। এর পরদিনই বাণিজ্যিকভাবে ছবিটি সারা ভারতে রিলিজ করা হবে। মার্ঘেরিটা উল্লেখ করেন,প্ৰিয়ঙ্কা চোপড়ার পারপেল পেবল পিকচার্চ এবং শবনম আলমের ইস্টারলি এন্টারটেইনমেন্ট এই প্ৰথম অসমিয়া ছবিতে সহযোগিতা করল। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্ৰিয়ঙ্কার মা মধু চোপড়া বলেন,‘এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত খুশি’।

Next Story
সংবাদ শিরোনাম