Begin typing your search above and press return to search.

জিএমসিএইচ থেকে ব্যাপক সংখ্যক ডাক্তার বদলি,ক্ষোভ

জিএমসিএইচ থেকে ব্যাপক সংখ্যক ডাক্তার বদলি,ক্ষোভ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  4 Feb 2019 11:31 AM GMT

গুয়াহাটিঃ দিশপুর গুয়াহাটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল(জিএমসিএইচ)থেকে ব্যাপক সংখ্যক ডাক্তারকে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজে বদলি করেছে। এই ঘটনায় সিনিয়র ফ্যাকাল্টিদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের অভি্যোগ,এধরনের বদলির পিছনে স্বচ্ছতার অভাব রয়েছে।

গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একজন ডাক্তার দ্য সেন্টিনেলকে বলেন,রাজ্য স্বাস্থ্য বিভাগ পরিচ্ছন্ন কোনও নীতি বজায় না রেখে হঠাৎ করে গুয়াহাটি মেডিক্যালের বেশকিছু ডাক্তারকে বদলি করেছে। তিনি বলেন,গুয়াহাটি মেডিক্যালের বরিষ্ঠ চিকিৎসকদের বদলির অজস্ৰ উদাহরণ রয়েছে।

‘এধরনের বদলির জন্য গুয়াহাটি মেডিক্যালে সিনিয়র ডাক্তারদের পোস্টগুলি খালি হয়ে পড়বে এবং অন্য মেডিক্যাল কলেজ থেকে তরুণ চিকিৎসকদের এনে সেগুলি পূরণ করা হবে। এজাতীয় ঘটনা গুয়াহাটি মেডিক্যাল কলেজে শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্ৰভাব ফেলবে’-বলেন ওই চিকিৎসক। অন্যদিকে কিছু ডাক্তারকে শিলচর,যোরহাট ও অন্যান্য মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে বদলি করে পোস্টিং দেওয়া হয়েছে। দু-তিনমাস পরে এদের ফের গুয়াহাটি মেডিক্যালে ফিরিয়ে আনা হতে পারে।

‘ডাক্তারদের এক মেডিক্যাল কলেজ থেকে অন্য মেডিক্যাল কলেজে বদলি করার অধিকার সরকারের রয়েছে। কিন্তু স্বাস্থ্য বিভাগ স্পষ্ট কোনও নীতি অনুসরণ না করে নিজেদের খেয়ালখুশি মতো ডাক্তারদের বদলি করছে। রাজনৈতিক হস্তক্ষেপ বরাবরই এধরনের বদলির পিছনে রয়েছে’-বলেন অন্য একজন চিকিৎসক।

সূত্ৰটির মতে,বদলি এবং পোস্টিং নীতির ক্ষেত্ৰে স্বচ্ছতার অভাব ছয়টি মেডিক্যাল কলেজের সিনিয়র ফ্যাকাল্টির সামনে একটা প্ৰধান বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তাঁরা রাজ্যের বর্তমান চিকিৎসা শিক্ষা ব্যবস্থার প্ৰতি বীতশ্ৰদ্ধ বোধ করছেন এবং বর্তমান প্ৰতিষ্ঠান থেকে সরে দাঁড়ানোরই প্ৰস্তাব দিচ্ছেন তাঁরা ।

‘কিছু ডাক্তার একই মেডিক্যাল কলেজে বছরের পর বছর কাজ করার সেমন অজস্ৰ উদাহরণ রয়েছে তেমনি কিছু ডাক্তারকে ঘনঘন বদলি করার নজিরও নেহাত কম নেই’-বলেছে সূত্ৰটি।

সূত্ৰটি আরও অভিযোগ করেছে,যে সব চিকিৎসক দিশপুরকে ম্যানেজ করতে পারছেন তারাই গুয়াহাটি মেডিক্যাল,ডিব্ৰুগড় মেডিক্যাল ও শহরের অন্যান্য হাসপাতালে পোস্টিং পেয়ে যাচ্ছেন।

Next Story
সংবাদ শিরোনাম