Begin typing your search above and press return to search.

জিএসটি অখণ্ডতার জয়,বললেন প্ৰধানমন্ত্ৰী মোদি

জিএসটি অখণ্ডতার জয়,বললেন প্ৰধানমন্ত্ৰী মোদি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 Jun 2018 6:45 PM GMT

বর্ষপূর্তির প্ৰাক্কালে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি পণ্য পরিবহণ কর বা জিএসটি ব্যবস্থার প্ৰশংসা করেন। বলেন,জিএসটি অখণ্ডতা,সততা জয়। এটা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্ৰীয় কাঠামোর সর্বোৎকৃষ্ট প্ৰতিক। রবিবার ৪৫তম মন কি বাত বেতার প্ৰোগ্ৰামে কথাগুলি বলেন মোদি। এক দেশ,এক কর ব্যবস্থার সফল রূপায়ণে তিনি রাজ্যগুলিকে কৃতিত্ত্ব দেন। প্ৰধানমন্ত্ৰী বলেন জিএসটি-র ফলে অনলাইন প্ৰযুক্তি আমলারাজের মুখে সামা ঘসে দিয়েছে। এই বিশাল জনসংখ্যার দেশে এধরনের বড় মাপের কর ব্যবস্থা সঠিকভাবে কার্যকর হতে বেশকিছুটা সময় লাগবে।

Next Story
সংবাদ শিরোনাম