Begin typing your search above and press return to search.
জোরামথাঙ্গা ১৫ ডেসেম্বর মিজোরামের মুখ্যমন্ত্ৰী হিসেবে শপত নেবেন

মিজোরামের মুখ্যমন্ত্ৰী হিসেবে আগামি ১৫ ডেসেম্বর শপত নেবেন জোরামথাঙ্গা। মিজো ন্যাশনাল ফ্ৰন্ট(এমএনএফ)সদ্য সমাপ্ত মিজোরাম বিধানসভা নির্বাচনে ২৬টি আসন দখল করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।
উল্লেখ্য,আইজলে মিজোরামের রাজ্যপাল কুম্মানাম রাজাশেখরন শনিবার জোরামথাঙ্গাকে মুখ্যমন্ত্ৰী হিসেবে শপত বাক্য পাঠ করাবেন। মিজোরামে মোট ৪০টি আসনের মধ্যে ২৬টিতে বিজয়ী হয়েছিল জোরাম থাঙ্গা নেতৃত্বাধীন এমএনএফ। জানা গেছে,এমএনএফ-এর সুপ্ৰিমো জরাম থাঙ্গা এবার তৃতীয়বারের জন্য মিজোরামের মুখ্যমন্ত্ৰী হিসেবে শপত নেবেন। ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত মিজোরামের মুখ্যমন্ত্ৰী পদে ছিলেন তিনি।
Next Story