জোড়াবাটে উচ্ছেদ অভিযান,গুড়িয়ে দেওয়া হলো দুটো কারখানা,৪২টি আরসিসি কাঠামো

জোড়াবাটে উচ্ছেদ অভিযান,গুড়িয়ে দেওয়া হলো দুটো কারখানা,৪২টি আরসিসি কাঠামো

ডিমোরিয়াঃ মহানগরী গুয়াহাটির অদূরে জোড়াবাটে উপর্যুপরি বন্যার ভয়াবহতা হ্ৰাস করার প্ৰচেষ্টায় কামরূপ মেট্ৰো জেলা প্ৰশাসন এবং ভারতীয় জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ(এনএইচএআই)বৃহস্পতিবার ওই এলাকার নালাগুলি মুক্ত করতে পথপাশের দখলদারদের বিরুদ্ধে ঢালাও উচ্ছেদ অভিযান চালায়। কামরূপের(মেট্ৰো)জেলাশাসক বীরেন্দ্ৰ মিত্তালের নির্দেশেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। জোড়াবাট এলাকায় পথপাশের জমি দখলের ব্যাপারে বিভিন্ন মহল জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছিলেন।

এরপরই জেলাশাসক ওই এলাকায় উচ্ছেদ চালানোর সিদ্ধান্ত নেন। সম্প্ৰতি জেলাশাসক মিত্তাল জোড়াবাটের বন্যার কারণ সম্পর্কে তদন্ত করতে একটি কমিটিও গঠন করেছিলেন। জোরাবাট উড়ালসেতু এবং আমবের এলাকায় ৪২টি আরসিসি কাঠামো গুড়িয়ে দেওয়া হয়। শ্যাম কক এর সম্মুখভাগ এবং এসএম গ্লোবেল কক প্ৰাইভেট লিমিটেড ভেঙে দেওয়া হয় এদিন। উচ্ছেদকারীরা ৩৭নং জাতীয় সড়কের পাশে থাকা নালাগুলি সাফ করেন।

এসএম গ্লোবেল কক প্ৰাইভেট লিমিটেডের দখল করে রাখা প্ৰায় ৪ কাঠা পরিমাণ জমিও মুক্ত করা হয়। নালার উপরে দখলদারদের দৌরাত্ম্য চলায় নালার বুক ভরে গিয়েছিল। যার দরুন জল বহনের ক্ষমতা হারিয়ে গিয়েছিল নালাগুলির। এরজন্যই এলাকায় সৃষ্টি হচ্ছিল কৃত্ৰিম বন্যার। এলাকায় আরও উচ্ছেদ চালানো হবে বলে জানা গেছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com