জ্বালানির মূল্যবৃদ্ধির প্ৰতিবাদে ডাকা বনধ সর্বাত্মক যোরহাটে

জ্বালানির মূল্যবৃদ্ধির প্ৰতিবাদে ডাকা বনধ সর্বাত্মক যোরহাটে
Published on

যোরহাটঃ জ্বালানির উপর্যুপরি মূল্যবৃদ্ধির প্ৰতিবাদে ডাকা ১২ ঘণ্টা বনধে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে যোরহাট ও আশপাশ অঞ্চলে। রাষ্ট্ৰীয় যুব মোর্চা,অজাযুছাপ,আসু সহ বিভিন্ন সংগঠন এই বনধ ডেকেছিল। স্বল্প দূরত্বের ও দূরপাল্লার কোনও যানবাহন এদিন পথে নামেনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com