জয়সাগরে চিতার আক্ৰমণে আহত ৪

জয়সাগরে চিতার আক্ৰমণে আহত ৪
Published on

জয়সাগরঃ শিবসাগর জেলার জয়সাগর থানার অধীন সালাগুড়ি কালুগাঁওয়ে একটি পূর্ণ বয়স্ক চিতা গত কিছুদিন ধরে ত্ৰাসের সৃষ্টি করেছে। শনিবার রাতে চিতার আক্ৰমণে আহত হয়েছেন ৪ ব্যক্তি। কালুগাঁও বাজার থেকে সন্ধে বেলায় বাড়ি ফেরার সময় চিতাটি তাদের আক্ৰমণ করে। আহত ৪ জন যুবক স্থানীয় ব্যবসায়ী। তারা ব্যবসার কাজে দৈনিক কালুগাঁও বাজারে গিয়েছিলেন। রাতে ফেরার সময় কালুগাঁওয়ের খড়িকটিয়া আলিতে বাঘটি পিছন থেকে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আহত ৪ যুবককে শনিবার রাতেই জয়সাগর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিতা নামার খবর পেয়ে শিবসাগর থেকে বনকর্মীরা ওই এলাকায় এসে পৌঁছেছেন। বনকর্মীরা চিতাটিকে খাঁচাবন্দি করার জন্য চেষ্টা জারি রেখেছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com