Begin typing your search above and press return to search.

জয়ানগরে বলেরোর ধাক্কায় ধরাশয়ী ৫টি মোটরবাইক

জয়ানগরে বলেরোর ধাক্কায় ধরাশয়ী ৫টি মোটরবাইক

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 Nov 2018 11:24 AM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটির জয়ানগরে শুক্ৰবার রাতে দ্ৰুতগতিতে যাওয়া একটি মহিন্দ্ৰ বলেরো অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনার পর বলেরোটি ওই স্থান থেকে দ্ৰুতগতিতে পালিয়ে যাওয়ার সময় আরও পাঁচটি মোটরবাইককে ধাক্কা দেয়,যেগুলি রাস্তার পাশে থামিয়ে রাখা হয়েছিল। মহিন্দ্ৰ বলেরোর রেজিস্ট্ৰেশন নম্বর হচ্ছে এএস-০১বিজে-৪৮৪৯।

স্থানীয় লোকেদের মতে,বলেরো চালক মদ্যপ অবস্থায় ছিল। তাঁরা বলেছেন গাড়িটি কোনও প্ৰভাবশালী ব্যক্তির এবং এরজন্যই পুলিশ ওই চালককে নিরাপত্তা দিয়েছে। অনেকে অভিযোগ করেছেন পুলিশ টাকা খেয়ে অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে চলে যেতে দিয়েছে।

Next Story