Begin typing your search above and press return to search.

ঝড়,বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি মহানগরীতে

ঝড়,বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি মহানগরীতে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 March 2019 11:00 AM GMT

গুয়াহাটিঃ মঙ্গলবার ১-৩০ নাগাদ ভরদুপুরেই মহানগরী গুয়াহাটির আকাশ কালো মেঘে ছেয়ে যায়। চারদিক ঘন অন্ধকারে ছেয়ে যাওয়ার পাশাপাশি শুরু হয় প্ৰবল ঝড়ো বাতাস। সেইসঙ্গে আকাশ ভেঙে নেমে আসে মুষলধারে বৃষ্টি। আচমকা নেমে আসা এই ঝড় বৃষ্টিতে বহু বাড়ির টিনের চাল উড়ে যায়। মহানগরীর বিভিন্ন স্থানে সমূলে ভেঙে পড়ে বিশাল গাছ। ধুলো ঝড় শুরু হতেই গোটা শহর অন্ধকারে ডুবে যায়।

প্ৰবল বাতাসের সঙ্গে নেমে আসে বৃষ্টি। বিভিন্ন স্থানে ইলেকট্ৰিক পোলগুলিতে গোলো্যোগ দেখা দেয়। ছাত্ৰীবাড়ি,উলুবাড়ি,বাঘরবাড়ি,বেলতলা এবং বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড় থামতেই বিভিন্ন এলাকায় এএসইবি-র কর্মীরা বিদ্যুৎ সংযোগের কাজে নেমে পড়েন। দশম এপিবিএন চত্বরে একটি গাড়ির ওপর একটি গাছ ভেঙে পড়ায় গাড়িটির বিস্তর ক্ষতি হয়। ঝড়ের দাপটে বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির একাধিক রিপোর্ট পাওয়া গেছে। অনেকরই ঘরবাড়ি ধরাশায়ী হয়েছে ঝড়ের ঝপটায়। আবহাওয়া বিভাগের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ২৬ ও ২৭ মার্চ সর্বনিম্ন তাপমাত্ৰা ১৮ ডিগ্ৰি ও সর্বোচ্চ ৩৩ ডিগ্ৰি সেলসিয়াস থাকবে।

Next Story
সংবাদ শিরোনাম