টাইব্ৰেকে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ইংল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টারে

স্পারটাক স্টেডিয়ামে মঙ্গলবার ভারতীয় সময় রাত ১১-৩০ মিনিটে অনুষ্ঠিত বিশ্বকাপের প্ৰি-কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইংল্যান্ড পেনাল্টি শুট আউটে ৪-৩ গোলে কলম্বিয়াকে কুপোকাৎ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ম্যাচে লড়াকু মেজাজ নিয়েই মাঠে নামে উভয় দল। প্ৰথমার্ধে গোলের সুযোগ এলেও কোনও দলই তা কাজে লাগাতে পারেনি। প্ৰথমার্ধ গোলশূন্যভাবে কাটলেও দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণে কার্লোস সাঞ্চেচ ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের ৫৭ মিনিটে অধিনায়ক হ্যারি কেনের অব্যর্থ পেনাল্টি শট ইংল্যান্ডলে এগিয়ে নেয়। মরিয়া কলম্বিয়া রেগুলেশন টাইম পর্যন্ত লড়ে যায়। ম্যাচের ৯৩ মিনিটে ইনজুরি টাইমে কলম্বিয়ার এরি মিনা গোল করে সমতা ফেরান। ১-১ গোলে ম্যাচ ড্ৰ হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময় পর্যন্ত। কিন্তু তাতেও মীমাংসা না হওয়ায় রেফারি পেনাল্টি শুটআউটের সিদ্ধান্ত নেন। পেনাল্টি শুটআউটে ইংল্যান্ড ৪-৩ গোলে কলম্বিয়ার বিদায় নিশ্চিত করে দেয়।।