গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রবিবার যোরহাটের টোকলাই স্থিত চা গবেষণা কেন্দ্ৰে একটি চা পর্যটন কেন্দ্ৰের শিলান্যাস করেন। রাজ্য সরকারের উত্তরণ স্কিমের সিগনেচা্র প্ৰকল্প হিসেবে এই চা পর্যটন কেন্দ্ৰটি নির্মাণ করা হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে মুখ্যমন্ত্ৰী বলেন, অসমের চা উদ্যোগকে বর্তমানে বিশ্বের বাজারে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বিশেষ করে নতুন কিছু দেশ এগিয়ে আসায়।
সোনোয়াল মনে করেন এ ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হলে অসমের চা উদ্যোগকে উৎপাদনের মান উন্নত করতে হবে। তাই টোপলাই চা গবেষণা কেন্দ্ৰের বিজ্ঞানীরা চা উদ্যোগটিকে সেই লক্ষ্যে এগিয়ে নেবেন বলেন আশা করেন মুখ্যমন্ত্ৰী।