ডকমকা কাণ্ডের অভিযুক্তদের আজ তোলা হলো নগাঁও আদালতে

ডকমকা কাণ্ডের অভিযুক্তদের আজ তোলা হলো নগাঁও আদালতে
Published on

ডকমকা কাণ্ডের ৪৭ জন অভিযুক্তকে আজ নগাঁও জেলার দায়রা বিচারপতির আদালতে হাজির করানো হয়। আজ থেকেই আদালতে এই হত্যাকাণ্ডের দ্ৰুত বিচার প্ৰক্ৰিয়া শুরু হচ্ছে। গুয়াহাটির দুই শিল্পী যুবক নীলোৎপল দাস ও অভিজিৎ নাথকে গত ৮ জুন কিছু অন্ধবিশ্বাসী লোক ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা করেছিল। প্ৰকৃতির নান্দনিক রূপ উপভোগ করতে গিয়ে কার্বি আংলঙের ডকমকায় একাংশ মানুষের বর্বরতা ও নৃশংসতার বলি হয়েছিলেন লীলোৎপল ও অভিজিৎ। সারা দেশের সঙ্গে বিদেশেও ঝড় তোলা ডকমকা কাণ্ডে জড়িত নরপিশাচরা আজও উপযুক্ত শাস্তি থেকে মুক্ত রয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ নীলোৎপল,অভিজিতের হত্যাকারীদের কঠোর শাস্তি চাইছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com