Begin typing your search above and press return to search.
ডকমকা কাণ্ডের দোষীরা দৃষ্টান্তমূলক সাজা পাবে,ছাত্ৰ নেতাদের আশ্বাস ডিজিপি-র

গুয়াহাটিঃ ‘নীলোৎপল,অভিজিতের হত্যাকারীরা দৃষ্টান্তমূলক সাজা পাবে’। শুক্ৰবার আসু ও অন্যান্য ২৮টি সংগঠনের সঙ্গে ডকমকা হতাকাণ্ড নিয়ে আলোচনাকালে পুলিশ প্ৰধান কুলধর শইকিয়া ওই আশ্বাস দেন। উল্লেখ্য,গত ৮ জুন গুয়াহাটির দুই যুবশিল্পী নীলোৎপল ও অভিজিতকে ছেলেধরা সন্দেহে ডকমকার পানজুরি গ্ৰামের একদল উন্মত্ত জনতা পিটিয়ে মেরে ফেলে। ডিজিপি ছাত্ৰ নেতাদের বলেন,পুলিশ এই ঘটনার জন্য কার্যকরী ব্যবস্থা নিয়েছে। দোষীরা যাতে কড়া শাস্তি পায় তার জন্য কোনও ফাঁক রাখবে না পুলিশ।
Next Story