ডকমকা কাণ্ডের ৪৭ অভিযুক্তকে নগাঁও আদালতে তোলা হলো

ডকমকা কাণ্ডের ৪৭ অভিযুক্তকে নগাঁও আদালতে তোলা হলো
Published on

কার্বি আংলঙে ডকমকা কাণ্ডের ৪৭ জন অভি্যুক্তকে আজ নগাঁও জেলার দায়রা বিচারপতির আদালতে তোলা হলো। নগাঁও জেলা ও দায়রা বিচারপতির আদালতে এই মামলার শুনানি চলছে। চলতি বছরের গত ৮ জুন একদল অন্ধবিশ্বাসী লোক ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করেছিল গুয়াহাটির দুই উদীয়মান শিল্পী যুবক নীলোৎপল দাস ও অভিজিত নাথকে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশের হাতে ধৃত ৪৮ জন অভিযুক্তের মধ্যে নাবালক অভিযুক্তকে ইতিমধ্যেই জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে।

এই মামলাটি ডিফু আদালত থেকে নগাঁও আদালতে স্থানান্তর করা হয়। গত ৮ জুন কার্বি-আংলঙের ডকমকায় একাংশ অন্ধবিশ্বাসী লোক ছেলেধরা সন্দেহে নৃশংসভাবে খুন করেছিল নীলোৎপল ও অভিজিতকে। প্ৰকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে ডকমকায় আধুনিক মানুষের বর্বরতা ও নৃশংসতার বলি হতে হয়েছিল গুয়াহাটির এই দুই তরুণকে।

ডকমকা কাণ্ড সারা দেশ তথা বিদেশেও চাঞ্চল্য সৃষ্টি করেছিল। বর্বরোচিত এই হত্যাকাণ্ডে জড়িত এই নরপিশাচদের এখনও পর্যন্ত কোনও শাস্তি হয়নি। হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি করেছে বিভিন্ন মহল। নীলোৎপল ও অভিজিতের হয়ে আদালতে ওকালতি করছেন গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী বিজন মহাজন। বর্তমানে ৪৭ জন অভিযুক্ত আদালতে হাজির রয়েছে। নীল ও অভিজিতের অভিভাবকরা অভি্যুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন। প্ৰকৃত দোষীদের প্ৰকাশ্যে ফাসিতে ঝোলানোর দাবি জানিয়েছেন নীলোৎপলের বাবা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com