নীলোৎপল,অভিজিতের নারকীয় হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আলফাজোজ তিমুংকে পুলিশ মঙ্গলবার রাতে কার্বি আংলঙের ডকমকা থানার অধীন ভেলোঘাট বেগাঁও থেকে গ্ৰেপ্তার করে। গুয়াহাটির দুই যুবশিল্পীকে ছেলেধরা সন্দেহে গত শুক্ৰবার পানজুরি গ্ৰামের মারমুখী উন্মত্ত জনতা পিটিয়ে মেরে ফেলে। যুবকদ্বয়ের বিরুদ্ধে উন্মত্ত জনতাকে লেলিয়ে দিয়ে গা ঢাকা দিয়েছিল তিমুং। রিপোর্টে প্ৰকাশ,তিমুংই উন্মত্ত লোকেদের কালো স্কোরপিও গাড়িটি থামিয়ে নীলোৎপল,অভিজিৎকে গণপিটুনিতে উস্কানি দিয়েছিল। এই ঘটনায় তিমুংকে নিয়ে গ্ৰেপ্তারের সংখ্যা দাঁড়াল ২৮ জনে।
Begin typing your search above and press return to search.