ডাকাত গ্ৰেপ্তার,উদ্ধার নগদ টাকা

ডাকাত গ্ৰেপ্তার,উদ্ধার নগদ টাকা
Published on

গুয়াহাটিঃ পানবাজার পুলিশ ডাকাতির অভিযোগে নুর হুসেন নামের এক যুবককে গ্ৰেপ্তার করেছে। নগদ ৬ লক্ষ টাকা,কিছু সোনার অলঙ্কার ও মোবাইল লুট করার অভিযোগে তাকে গ্ৰেপ্তার করা হয়।

পুলিশ সুত্ৰের মতে ডাকাতি হওয়া টাকা ও অলঙ্কারের মালিক লাখটোকিয়ায় ড্যানিশ রোডে একটি ভাড়া বাড়িতে বসবাসরত জনৈক আমির মহম্মদ। কয়েকজন ডাকাত গত ১৩ নভেম্বর মহম্মদের বাড়ি থেকে ওই টাকা ও সোনার অলঙ্কার লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর আমির মহম্মদ পানবাজার থানায় এফআইআর দাখিল করেন। এফআইআরে ঘরোয়া কাজের লোক আলি হুসেনের প্ৰতি সন্দেহ পোষণ করেছিলেন মহম্মদ। এরপরই পানবাজার পুলিশ আলি হুসেনের বন্ধু নুর হুসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নুর হুসেন পুলিশের কাছে দোষ স্বীকার করে। পুলিশ এরপরই নুর হুসেনের ওরাঙে থাকা বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ১ লক্ষ ৯ হাজার টাকা উদ্ধার করে। ডাকাতির ঘটনার মূল পান্ডা আলি হুসেন এখনও পলাতক।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com