যোরহাটঃ শিবসাগর জেলার আমগুড়ি থানা এলাকার জাজি হাহচরা তিনালির ৩৭ নং জাতীয় সড়কে বুধবার শিবসাগর থেকে যোরহাট অভিমুখে আসা দ্ৰুতবেগী একটি ডাম্পারের ধাক্কায় কৃষিমন্ত্ৰীর কনভয়-এর একটি সিকিউরিটি ভেহিকলের চালক সহ কমপক্ষে ৬ জন আহত হন। কনভয় জিপটি ছিটকে গিয়ে পথপাশের একটি গর্তে পড়ে। ডাম্পার চালক,হ্যান্ডিম্যান পালিয়ে যায়। পুলিশ এখবর জানিয়েছে। আহতদের নিকটবর্তী কমিউনিটি হেল্থ সেন্টারে ভর্তি করা হয়েছে। পাঁচটি এসকর্ট গাড়ি ডিব্ৰুগড়ের মোহনবাড়ি বিমানবন্দর থেকে কৃষিমন্ত্ৰী অতুল বরাকে আনতে যাচ্ছিল। ক্ষতিগ্ৰস্ত জিপটি টিয়ক থানায় নিয়ে যাওয়া হয়। বাকি ৪টি গাড়ি চলে যায় কৃষিমন্ত্ৰীকে আনতে।
Begin typing your search above and press return to search.