
তেলনগরী ডিগবয়ে গত বছরের মতো পারম্পরিক রীতিনীতি মেনে দুর্গা প্ৰতিমা বিসর্জন চলাকালে শহরের ভাসান পুকুরে তিন যুবক ডুবে যায়। দুই যুবকের প্ৰাণ বাঁচানোর সম্ভব হলেও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কর্তৃপক্ষকে দোষারোপ করে বিসর্জন স্থলে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন স্থানীয় মানুষ। ভাসান পুকুরে উদ্ধারকারী দল হিসেবে শোধনাগারের অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা এসেছিল যদিও উন্মত্ত লোকেরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে মারধর করে। জেলা পুলিশের কর্মকর্তা,মহকুমা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্ৰণে আনে। অন্যদিকে যুবকটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসার সঙ্গে সঙ্গে প্ৰতিমা নিরঞ্জন মাঝ পথে বন্ধ রাখতে হয়। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিগবয় সেনেটারি পার্কের পুকুরে বিসর্জন পর্ব সম্পন্ন করা হয়।