ডিব্ৰুগড়ে ৩৭নং জাতীয় সড়ক বেহাল,শীঘ্ৰ মেরামতের দাবি

ডিব্ৰুগড়ঃ উজান অসমের ডিব্ৰুগড় শহরের রাস্তাঘাট বিশেষ করে ৩৭নং জাতীয় সড়কের বিভিন্ন অংশ চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। পুকুর সদৃশ খানা খন্দে ছেয়ে গেছে পথের বিভিন্ন অংশ। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল সম্প্ৰতি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে(এনএইচআই)যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে সড়ক সারাইয়ের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও পথের কোনও পরিবর্তন আজ অবধি হয়নি। উল্টে দিনদিনই পথের বিভিন্ন স্থানে নতুন নতুন গর্তের সৃষ্টি হচ্ছে। নালিয়াপুল,লালুকাগাঁও এবং কুমারপট্টিতে পথের দুরবস্থা ভোগাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে পাঁচআলি এলাকায় পথের এই দুরবস্থার কথা ভাবাই যায় না।
অসংখ্য খানা খন্দের জন্য পথচারি ও যানবাহন চালকদের অশেষ দুর্ভাগ্য পোহাতে হচ্ছে। দীঘলিবাজার নিম্ন প্ৰাথমিক স্কুল অবধি পথে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। চাউলখোয়া অঞ্চলেও জাতীয় সড়কের অবস্থা দুর্বিষহ। এই এলাকাটি ডিব্ৰুগড় বিমানবন্দর থেকে শহরে প্ৰবেশের মূল পথ। তাই কোনও পর্যটক প্ৰথমবার ডিব্ৰুগড় শহরে এলে তিক্ত অভিজ্ঞতা ছাড়া আর কিছুই পাবেন না। পথের এই দুরবস্থার চটজলদি সমাধান না হলে শহর উন্নয়নের সমস্ত প্ৰয়াস হবে নিরর্থক ।