ডিমা হাসাও-এর জন্য একগুচ্ছ ইনসেনটিভ ঘোষণা হিমন্তের

ডিমা হাসাও-এর জন্য একগুচ্ছ ইনসেনটিভ ঘোষণা হিমন্তের
Published on

অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা ডিমা হাসাও সফরকালে বেশকটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন এবং জেলার জন্য একগুচ্ছ ইনসেনটিভ ঘোষণা করেন।ঘোষিত ইনসেনটিভের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হাইওয়ে নির্মাণের জন্য ৫০ কোটি এবং সর্বাঙ্গীণ বিকাশের জন্য ১০০ কোটি।হাফলং সিভিল হাসপাতালে একটি আইসিইউ নির্মাণ,মাইবাং কলেজে শীঘ্ৰই বিজ্ঞান শাখা খোলা এবং হাফলং সরকারি কলেজে আসন সংখ্যা বৃদ্ধির কথাও ঘোষণা করেন।হাফলং-উমরাংশু,দেহাঙ্গি-দিয়ুংমুখ,কেকে রোড,মাইবাং-সেমখর ও মাহুর-রাজবাজার রোডকে দুই লেনে রূপান্তর করা হবে বলেও ঘোষণা করেন তিনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com