ডিমৌয়ে বাসন্তী পুজো চলছে ধুমধামে

ডিমৌয়ে বাসন্তী পুজো চলছে ধুমধামে
Published on

ডিমৌঃ ডিমৌ মিলন জ্যোতি সংঘের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার থেকে ডিমৌয়ে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে চারদিনব্যাপী শুরু হয়েছে শ্ৰী শ্ৰী বাসন্তী পুজো। বৃহস্পতিবার দেবী প্ৰতিমা মণ্ডপে আনা হয়। বেল বরণের পর শুক্ৰবার মহা সপ্তমীর পুজোতে ভক্তদের ঢল নামে মণ্ডপে। ভক্তরা পুজোপাঠে অংশ নিয়ে বাসন্তী দেবীর চরণে প্ৰদীপ প্ৰজ্বলন করেন। সপ্তমী পুজো শেষে প্ৰসাদ বিতরণ করা হয়। আজ তিথি অনুযায়ী মহা অষ্টমী ও মহানবমীর পুজো সম্পন্ন করা হয় ভক্তি ও নিষ্ঠার সঙ্গে। আগামিকাল হবে দেবী বিসর্জন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com