‘ডি’ ভোটারদের বিষয় নিয়ে তথ্যপাতি প্ৰস্তুত করছে নির্বাচন বিভাগ

‘ডি’ ভোটারদের বিষয় নিয়ে তথ্যপাতি প্ৰস্তুত করছে নির্বাচন বিভাগ
Published on

গুয়াহাটিঃ ভারতের নির্বাচন কমিশনের(ইসিআই)নির্দেশ ক্ৰমে রাজ্য নির্বাচন বিভাগ অসমের ডি ভোটারদের নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও তথ্যপাতি সংগ্ৰহের কাজ শুরু করেছে। রাজ্যে চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকা প্ৰস্তুতির জন্য ডি ভোটারদের ডাটাবেস গঠন করার প্ৰস্তাবটি খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যে চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশিত হবে ২০১৯-এর ৪ জানুয়ারি। সন্দেহজনক ভোটার অথবা ডি ভোটারদের নাম ৩০ জুলাইয়ে প্ৰকাশিত জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)সম্পূর্ণ খসড়ায় অন্তর্ভুক্ত হয়নি। এনআরসি নবায়নের কাজ করতে গিয়ে দুটো বিষয় রাজ্য নির্বাচন বিভাগের নজরে আসে। উদাহরণ হিসেবে দেখা গেছে বিদেশি ট্ৰাইবুনাল ভারতীয় নাগরিক হিসেবে ঘোষণা করার পরও একাংশ লোকের নামের পিছনে ‘ডি’ ট্যাগ প্ৰত্যাহৃত হয়নি। আবার এমনও উদাহরণ আছে যে সব ব্যক্তিদের মামলা বিদেশি ট্ৰাইবুনালে ঝুলছে কিন্তু তাদের নামের পিছনে ‘ডি’ তকমা নেই সেইসব ব্যক্তিদের নাম সচিত্ৰ ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনাধীন রয়েছে। জেলা নির্বাচনী অফিসার সব ‘ডি’ ভোটারের বিষয়গুলি পরীক্ষা করে দেখছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com