Begin typing your search above and press return to search.
ঢাকার কাছে নামঘরে,গুরু আসন প্ৰতিষ্ঠা

গুয়াহাটিঃ বাংলাদেশের রাজধানী শহর ঢাকার কাছে গাজিপুরের শ্ৰীপুরে কোরবারি উজিলেব গ্ৰামের নামঘরে সম্প্ৰতি গুরু আসন প্ৰতিষ্ঠা করা হয়েছে। ওই গ্ৰামে অসমিয়া বংশোদ্ভূত প্ৰায় ২০০টি পরিবার কয়েক দশক ধরে বসবাস করছেন। শঙ্করদেব ফাউন্ডেশন,বাংলাদেশ-এর হয়ে সুবোধচন্দ্ৰ দাস অধিকারী অসম সত্ৰ মহাসভার ভগ্নী সংগঠন সমন্বিত যুব তীর্থের(এসওয়াইটি)সঙ্গে গুরুজনার আসন প্ৰতিষ্ঠার জন্য যোগাযোগ করেছিলেন। এরপরই এসওয়াইটি-র জয়রাজ কলিতা বাংলাদেশে গিয়ে নামঘরে গুরু আসন প্ৰতিষ্ঠার অনুষ্ঠানে অংশগ্ৰহণ করেন।
Next Story