
কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের জন্য ভারত-পাকিস্তান দু’দেশের মধ্যে বিভিন্ন সময় অসন্তোষ বেড়েছে ৷ পুলওয়ামায় সেনার কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার পর তার পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে ৷
এর জন্য সরাসরি অভিযোগের আঙুল উঠেছে প্রতিবেশি দেশ পাকিস্তানের দিকেই ৷ কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের পিছনে পাকিস্তানের মদত রয়েছে, এ অভিযোগ অনেক দিনের ৷পুলওয়ামা কাণ্ড নিয়ে এবার জবাব দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানও ৷ তাঁর সাফ মন্তব্য, ‘‘ কোনও তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে ৷ ভারতে হামলা করে পাকিস্তানের কী লাভ ? সন্ত্রাস হামলার সবচেয়ে বড় শিকার পাকিস্তান নিজেই ৷ সন্ত্রাস হামলায় ৭০ হাজারের বেশি পাকিস্তানি নাগরিক মারা গিয়েছেন ৷
হামলার যথাযথ তদন্ত করুক ভারত ৷ তদন্তে পূর্ণ সাহায্য করবে পাকিস্তান ৷ কোনও প্রমাণ থাকলে দিক ভারত ৷ প্রমাণ দিলে ব্যবস্থা নেবে পাকিস্তান ৷ এটা আমি কথা দিলাম ৷ ভারতের সঙ্গে আলোচনা করার কথা উঠলেই প্রথমে ভারত সন্ত্রাস নিয়ে প্রশ্ন তোলে ৷ আমরা সন্ত্রাস নিয়েও আলোচনায় রাজি ৷ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব ৷ ভারত আমাদের উপর হামলা করলে পাল্টা জবাব পাকিস্তানও দেবে ৷ কাশ্মীর নিয়ে আলোচনা চাই ৷ কেন কাশ্মীরি যুবকরা পথভ্রষ্ট ? তাঁদের মনোভাব বুঝতে হবে ৷ ’’