Begin typing your search above and press return to search.

তিনদিনের শিবসাগর সফরে রাজ্যপাল জগদীশ মুখি

তিনদিনের শিবসাগর সফরে রাজ্যপাল জগদীশ মুখি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  26 Jun 2018 6:16 PM GMT

শিবসাগরঃ রাজ্যপাল জগদীশ মুখি ২৬-২৮ জুন তিনদিনের জন্য শিবসাগর সফর করছেন। জেলায় এটাই তাঁর প্ৰথম সফর। প্ৰাপ্ত খবরে প্ৰকাশ,এই সফরকালে রাজ্যপাল নিরাপত্তা সংস্থাগুলি,পদস্থ সরকারি কর্মকর্তা,বিভিন্ন সংগঠনের প্ৰতিনিধি ও জনগণের সঙ্গে বৈঠক করবেন। ২৭ জুন পার্শ্ববর্তী চরাইদেউ জেলায় যাবেন তিনি। এসময়ে কয়েকটি ঐতিহাসিক সৌধও পরিদর্শন করবেন। কয়েকটি সরকারি কার্যালয় ও স্কুল,কলেজে যাবেন পরিচ্ছন্নতা যাচাই করতে।

Next Story
সংবাদ শিরোনাম