তিনসুকিয়া জেলার ডিগবয় থানা এলাকার তিনালির শহিদ বেদীর কাছে শুক্ৰবার শেষ রাতে আগুন লাগে। তিনটি দোকান পুড়ে ছাই হয় আগুনে। সুনীল দেবনাথ নামের এক ব্যক্তির বাড়িতে শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্ৰপাত হয় বলে স্থানীয় মানুষ অভিযোগ করেছেন। দেবনাথের বাড়ি ও ব্যবসা প্ৰতিষ্ঠান একসঙ্গেই ছিল। দেবনাথ ছাড়াও গৌতম পাল ও চন্দন পাল নামের দুই ব্যক্তির দোকান আগুন গ্ৰাস করে নেয়। আগুনে বেশ কয়েক লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। ডিগবয় শোধনাগারের অগ্নি নির্বাপক কর্মীরা বেশকিছুক্ষণ লড়াই চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।