Begin typing your search above and press return to search.
তিনসুকিয়ায় সন্দেহজনক বোমা জাতীয় সামগ্ৰী উদ্ধার

তিনসুকিয়াঃ রাজ্যের পাঁচটি লোকসভা আসনে আজ সাতসকালে প্ৰথম দফার নির্বাচন শুরুর আগে তিনসুকিয়া জেলার লেংকাসি পুলিশ ফাঁড়ির অধীন মটহোলা চা বাগান এলাকা থেকে পলিথিন ব্যাগে সন্দেহজনক একটি বোমা জাতীয় সামগ্ৰী উদ্ধার করা হয়। পুলিশের রিপোর্ট অনু্যায়ী এই ঘটনায় অঞ্চলটিতে চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ও সুরক্ষা কর্মীরা ওই এলাকায় ছুটে গেছেন।
এএসপি আসিফ আহমেদ সাংবাদিকদের বলেন,মটহোলা চা বাগানে তেলের পাইপ লাইনের কাছে সন্দেহজনক বোমা জাতীয় জিনিস উদ্ধারের খবর আমরা জানতে পেরেছি।
তিনসুকিয়া পুলিশ সুপারের তত্ত্বাবধানে বোমা নিষ্ক্ৰিয়করণ স্কোয়াডের কর্মীরাও এখানে এসে পৌঁছেছেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।
Next Story