তিন ধর্ষণকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল তিনসুকিয়া আদালত

তিন ধর্ষণকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল তিনসুকিয়া আদালত
Published on

তিনসুকিয়াঃ গণধর্ষণের ঘটনায় দোষী প্ৰমাণিত তিনজনকে গত ১৪ মে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে তিনসুকিয়ার দায়রা আদালত। আভিযুক্ত রঞ্জিত তাঁতি,খগেন তাঁতি ও জিশকেল মুরাকে দোষী রায় দিয়ে সাজা শোনান বিচারপতি পিজে শইকিয়া। বরডুবি থানায় ২০১৭র এপ্ৰিলে দায়ের করা মামলায় কোর্ট ওই রায় দেয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com