তিহার জেলে রোজাকে কেন্দ্ৰ করে ধর্মনিরপেক্ষতার নজির

তিহার জেলে রোজাকে কেন্দ্ৰ করে ধর্মনিরপেক্ষতার নজির
Published on

রোজা যে শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নয় তারই প্ৰমাণ পাওয়া গেল তিহার জেলে। জেলে ২২৯৯ জন মুসলিম কয়েদির সঙ্গে ৫৯ জন হিন্দুও একইসঙ্গে রোজার উপবাস করলেন। ধর্ম আলাদা হলেও ৪৫ বছর বয়সী এক মহিলা তাঁর ছেলের মঙ্গলার্থে,একজন দ্ৰুত মুক্তি কামনায় রোজা পালন করলেন ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com