
১৭তম লোকসভা নির্বাচনে মেঘালয়ের তুরা কেন্দ্ৰে ন্যাশনাল পিপলস পার্টির(এনপিপি)প্ৰার্থী আগাথা কে সাংমা বিজয়ী হয়েছেন। আগাথা রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী ভারতীয় জাতীয় কংগ্ৰেসের প্ৰার্থী মুকুল সাংমাকে প্ৰায় ৬৩,৫২৬ ভোটের ব্যবধানে হারিয়েছেন।
মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্ৰী কনরাড কে সাংমার বোন আগাথা। ইসির রিপোর্ট অনু্যায়ী আগাথা ৩,০২,৭৯৯ ভোট এগিয়েছিলেন। মুকুল সাংমার পক্ষে পড়েছে ২,৩৯,০২৩টি। এদিকে মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা বোনের উদ্দেশে টুইট করে লিখেছেন ‘তোমার জয়ে এনপিপি গর্বিত’।