
গুয়াহাটিঃ সারা ভারত তৃণমূল কংগ্ৰেস(এআইটিসি)আজ গুয়াহাটিতে একটা কার্যালয় খুললো। পশ্চিমবঙ্গের নগরায়ন মন্ত্ৰী ফিরহাদ হাকিম কার্যালয় উদ্বোধনের জন্য এখানে রয়েছেন। হাকিম বলেন,জাতীয় নিরাপত্তা নিয়ে দল কোনও আপস করবে না। একই সঙ্গে জাতীয় নিরাপত্তার নামে সাধারণ মানুষকে দমন পীড়নও সহ্য করবে না দল। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকারের একজন বরিষ্ঠ সদস্য হাকিম।
দল বলেছে,অসমে এনআরসি থেকে নামছুট যে সব ব্যক্তিরা ভুগছেন তৃণমূল তাঁদের পাশে দাঁড়াবে। উল্লেখ্য,এর আগে গত জুলাইয়ে অসমে প্ৰকাশিত এনআরসি-র সম্পূর্ণ খসড়া সম্পর্কে বিবৃতি দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। এনআরসি নিয়ে মমতা ভোট ব্যাংকের রাজনীতি করছেন বলে শাসক বিজেপি তাঁকে আক্ৰমণও করেছিল। উল্লেখ্য,এনআরসি-র সম্পূর্ণ খসড়া থেকে ৪০ লাখের বেশি মানুষের নাম বাদ পড়ার বিষয়টি গৃহযুদ্ধের সূচনা করবে বলে মন্তব্য করেছিলেন মমতা।