Begin typing your search above and press return to search.

তৃতীয় টেস্টে ভারত ২০৩ রানে হারালো ইংল্যান্ডকে

তৃতীয় টেস্টে ভারত ২০৩ রানে হারালো ইংল্যান্ডকে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 Aug 2018 1:57 PM GMT

নটিংহ্যামের ট্ৰেন্ট ব্ৰিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ক্ৰিকেট টেস্ট ম্যাচে ভারত ২০৩ রানে জয় তুলে নেয়। প্ৰথম দুটি টেস্টে হারার পর বিরাট কোহলির ছেলেরা ২০৩ রানের বড়সড় ব্যবধানে জয় ছিনিয়ে লড়াইয়ে ফিরে আসে। আজ পঞ্চম দিনের খেলার শুরুতেই ইংল্যান্ড তাদের শেষ উইকেট খুইয়ে বসে। অফ স্পিনার রবিচন্দ্ৰন অশ্বীনের একটা সুন্দর ডেলিভারি জেমস এন্ডারসনের বিদায়ের পথ প্ৰশস্ত করে দেয়। অশ্বীনের বলটি খেলতে গিয়ে এন্ডারসন আজিঙ্কা রাহানের হাতে একটা সহজ ক্যাচ তুলে দেন।

দিনের শুরুতে ইংল্যান্ডের শেষ উইকেট ভাঙতে ভারত মাত্ৰ ২.৫ ওভার খরচ করে। ৩১৭ রানে ইংল্যান্ড অল আউট হয়ে যায়। আজ জয় পেলেও ভারত সিরিজে ১-২ পিছিয়ে রয়েছে। তৃতীয় টেস্টে ভারত প্ৰথম ইনিংসে ৩২৯ রান করে। ইংল্যান্ডের প্ৰথম ইনিংস ফুরিয়ে যায় ১৬১ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত ৭ উইকেটে ৩৫২ রান করার পর ইনিংস ঘোষণা করে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে সব উইকেট খুইয়ে তোলে ৩১৭। ফলে ভারত ২০৩ রানের বিশাল ব্যবধানে জয়ী হয়। কোহলি প্ৰথম ইনিংসে ৯৭ ও পরের ইনিংসে ১০৩ রান করেন।

Next Story
সংবাদ শিরোনাম