Begin typing your search above and press return to search.
তৃতীয় দফার প্ৰার্থী তালিকা প্ৰকাশ কংগ্ৰেসের,গুয়াহাটি কেন্দ্ৰে লড়ছেন ববিতা শর্মা

গুয়াহাটিঃ কয়েক দফা বৈঠক ও আলোচনার পর সারা ভারত কংগ্ৰেস কমিটির(এআইসিসি)কেন্দ্ৰীয় নির্বাচন কমিটি রাজ্যে লোকসভা নির্বাচনের জন্য তাদের তৃতীয় দফার প্ৰার্থী তালিকা প্ৰকাশ করলো। কংগ্ৰেস নিম্ন অসমের চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্ৰের জন্য চারজন প্ৰার্থীর নাম ঘোষণা করেছে আজ। গুয়াহাটি,বরপেটা,কোকরাঝাড় ও ধুবড়ি এই চার লোকসভা কেন্দ্ৰে ভোট হচ্ছে আগামি ২৩ এপ্ৰিল।
কংগ্ৰেস গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰে প্ৰার্থী করেছে ববিতা শর্মাকে। বরপেটা কেন্দ্ৰে কংগ্ৰেস প্ৰার্থী হিসেবে লড়ছেন আব্দুল খালেক। ধুবড়ি কেন্দ্ৰে দল প্ৰার্থী করেছে আবু তাহের আলি বেপারিকে। কোকরাঝাড় কেন্দ্ৰে শব্দ রাম রাভাকে প্ৰার্থী করেছে কংগ্ৰেস।
Next Story