তৃতীয় শক্তি ডকমকা কাণ্ডে রাজনৈতিক রং চড়াচ্ছেঃ সর্বানন্দ

তৃতীয় শক্তি ডকমকা কাণ্ডে রাজনৈতিক রং চড়াচ্ছেঃ সর্বানন্দ
Published on

যোরহাটঃ গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করতে এবং সেইসঙ্গে অন্ধবিশ্বাস,কুসংস্কারে আমল না দিতে জনগণের প্ৰতি আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্ৰী শঙ্করদেবের বাণী অনুসরণ করতে বলেন যা তাঁদের মনে ইতিবাচক ভাবনা নিয়ে জীবন কাটানোর ক্ষেত্ৰে সহায়ক হবে। বৃহস্পতিবার যোরহাটে জনসম্পর্ক অভিযানে সাংবাদিকদের প্ৰশ্নের জবাব দিচ্ছিলেন তিনি। ডকমকা কাণ্ডের মূল অভিযুক্ত ও অন্যান্য ৩০ জনকে গ্ৰেপ্তার করা হয়েছে। তৃতীয় শক্তি বিষয়টিতে রাজনৈতিক রং চড়াচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com