তৈলক্ষেত্ৰ বেসরকারিকরণের বিরুদ্ধে অজাযুছাপ ও টিএওয়াইপিএ-এর প্ৰতিবাদ ধর্মঘট

জয়সাগরঃ গেলেকি,চরাইদেউ ও ডিপলিং তৈলক্ষেত্ৰ বেসরকারি কোম্পানির হাতে তুলে দিতে ওএনজিসি ও অয়েল কর্তৃপক্ষের প্ৰস্তাবের বিরুদ্ধে অসম জাতীয়তাবাদী ছাত্ৰ পরিষদ(অজাযুছাপ)ও তাই আহোম যুব পরিষদ অসম(টিএওয়াইপিএ)মঙ্গলবার জয়সাগরে প্ৰতিবাদ ধর্মঘট পালন করে। বেসরকারিকরণের প্ৰস্তাবটি জেলার স্থানীয় মানুষের ওপর প্ৰভাব ফেলবে। প্ৰতিবাদকারীরা ওএনজিসি ও অয়েল কর্তৃপক্ষকে এব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করতে এবং সেইসঙ্গে এই প্ৰক্ৰিয়া বন্ধ করার আর্জি জানিয়েছে।
ওদিকে তাই আহোম যুব পরিষদের কর্মী-সমর্থকরা বৃহত্তর গেলেকি ও নাজিরা শহর হয়ে জয়সাগরের সঙ্গে শিবসাগর সদরের সঙ্গে সংযোগ রক্ষাকারী ঐতিহাসিক বরালির রাস্তাটি পুনর্নিমাণে পূর্ত বিভাগের অবহেলার বিরুদ্ধেও প্ৰতিবাদ জানায় এদিন। সূত্ৰটি আরও উল্লেখ করেছে ২০১৭-১৮ সালে রাজ্যের অর্থবিভাগ বার্ষিক বাজেটে এই পথটি পুনর্নিমাণের জন্য ৪ কোটি টাকা মঞ্জুর করেছিল। কিন্তু রাজ্য পূর্ত বিভাগ পথ পুনর্নিমাণে টেন্ডার ডাকা সহ পথ নির্মাণে ঠিকাদার ফার্মকে কাজের বরাত দেওয়া নিয়ে আজ অবধি কোনও সিদ্ধান্ত নেয়নি। উভয় সংগঠনের শতাধিক কর্মী প্ৰতিবাদ ধর্মঘটে অংশ নেন।