Begin typing your search above and press return to search.
ত্ৰাস সৃষ্টির পর গোলাঘাটে খাঁচা বন্দি চিতা

গোলাঘাটঃ গোলাঘাটের ঢেকিয়াল এলাকা থেকে একটি চিতাকে খাঁচা বন্দি করা হয়েছে। চিতাটি গত কিছুদিন ধরে ওই এলাকায় ত্ৰাস সৃষ্টি করেছিল। স্থানীয় মানুষের সহযোগিতায় রবিবার সকালে বনকর্মীরা চিতাটিকে খাঁচা বন্দি করতে সক্ষম হন। চিতার সন্ত্ৰাসে ওই এলাকার মানুষ এস্ত ছিলেন। কিছুদিন আগে বিশ্ব বরা নামে এক ব্যক্তি চিতার আক্ৰমণে আহত হন। এরপরই স্থানীয় মানুষ বন বিভাগকে বিষয়টি জানান। অবশেষে বন বিভাগের পাতা ফাঁদে পা দেয় চিতাটি। স্থানীয় মানুষ ভিড় জমান চিতাটিকে দেখতে।
Next Story