ত্ৰিপুরার প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মানিক সরকারের কনভয়ে দুষ্কৃতী হামলা

আগরতলাঃ ত্ৰিপুরার রাজধানী শহর আগরতলা থেকে ২৫ কিলোমিটার দূরে শিপাহিজলা জেলায় রাস্তারমাথায় অজ্ঞাত দুষ্কৃতীরা রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মানিক সরকারের কনভয়-এর উপর আক্ৰমণ চালায়। একটি সভা করে সরকার বরিষ্ঠ সিপিএম নেতাদের সঙ্গে নিয়ে আগরতলায় ফিরছিলেন। সিপিএম এই ঘটনাকে ফ্যাসিবাদী ও অগণতান্ত্ৰিক আখ্যা দেওয়া ছাড়াও এর পেছনে বিজেপি গুণ্ডাদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে।
সরকার এবং প্ৰাক্তন অর্থমন্ত্ৰী ভানুলাল সাহা,সোনানুড়ার বিধায়ক শ্যামল চক্ৰবর্তী,প্ৰাক্তন সংখ্যালঘু কল্যাণ মন্ত্ৰী শাহিদ চৌধুরী এবং কমলাসাগরের বিধায়ক নারায়ণ চৌধুরীকে পরে পুলিশ উদ্ধার করে এসকর্ট দিয়ে আগরতলায় ফিরিয়ে আনে।
ঘটনা সম্পর্কে বিজেপি নেতা ড. অশোক সিনহা বলেন,তিনি এবিষয়ে কিছুই জানেন না। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীর ওপর আক্ৰমণের নিন্দা করে তিনি বলেন,এই ঘটনা ‘অনভিপ্ৰেত’। ত্ৰিপুরা কংগ্ৰেসের উপ সভাপতি তাপস দে আক্ৰমণের নিন্দা করে বলেন,এধরনের ঘটনা এই ইঙ্গিতেই দিচ্ছে যে বিজেপি কাউকে মুক্ত বিচরণের সুবিধাটুকুও দিতে রাজি নয়।