ত্ৰিপুরার ব্ৰ্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন দীপা কর্মকার

ত্ৰিপুরার ব্ৰ্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন দীপা কর্মকার
Published on

দেশের প্ৰথমসারির জিমন্যাস্ট দীপা কর্মকার ত্ৰিপুরার ব্ৰ্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন।জনৈক পদস্থ বিজেপি নেতা মঙ্গলবার একথা জানান।উল্লেখ্য,সম্প্ৰতি তুরস্কের মারসিনে আর্টিস্টিক জিমন্যাস্টিকস ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে সোনা জিতে জিমন্যাস্টিকের অঙ্গনে সসম্মানে ফিরে আসেন দীপা।ওয়ার্ল্ড মিটে এবং পূর্বের সাফল্যের কথা বিবেচনা করে তাঁকে রাজ্যের ব্ৰ্যান্ড অ্যাম্বাসেডর করা হতে পারে।নাম প্ৰকাশে অনিচ্ছুক বিজেপি কর্মকর্তাটি আইএএনএস-কে একথা জানান।তবে মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেবই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com