Begin typing your search above and press return to search.

ত্ৰিপুরায় আইনশৃঙ্খলা হীনতার বিরুদ্ধে দিল্লিতে ধরনা দেবে বামেরাঃ ইয়েচুরি

ত্ৰিপুরায় আইনশৃঙ্খলা হীনতার বিরুদ্ধে দিল্লিতে ধরনা দেবে বামেরাঃ ইয়েচুরি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 July 2018 5:54 PM GMT

আগরতলাঃ পশ্চিমবঙ্গ ও ত্ৰিপুরায় ‘গণতন্ত্ৰকে খুন’ করার প্ৰতিবাদ জানাতে বামপন্থী দলগুলি আগামি ২৪ জুলাই দিল্লিতে সংসদ ভবনের বাইরে ধরনা দেবে। সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি রবিবার ত্ৰিপুরায় সাংবাদিকদের একথা জানান। পশ্চিমবঙ্গ ও ত্ৰিপুরায় গণতন্ত্ৰ এবং জনগণের অধিকারকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। এই রাজ্যগুলিতে আইনশৃঙ্খলা বলতে কিছুই নেই। এই ইস্যুগুলি নিয়ে রাষ্ট্ৰের দৃষ্টি আকর্ষণে সমস্ত বামপন্থী দলগুলি ২৪ জুলাই সংসদের বাইরে ধরনা পালনের সিদ্ধান্ত নিয়েছে-সাংবাদিকদের জানান ইয়েচুরি।

Next Story