ত্ৰিপুরায় জনশিক্ষা দিবস পালন

ত্ৰিপুরায় জনশিক্ষা দিবস পালন

Published on

ত্ৰিপুরায় দলের সাংগঠনিক অবস্থানকে চাঙ্গা করতে কোমর কেচে ময়দানে নামছে বাম দলগুলি। এরই অংশ হিসেবে সিপিআই(এম)দলের ভাতৃ সংগঠন ত্ৰিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে শুরু করা হয়েছে জনশিক্ষা দিবস। ৭৪তম জনশিক্ষা দিবস উপলক্ষে ওই রাজ্যের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় চত্ত্বরে পতাকা উত্তোলন এবং জনশিক্ষা আন্দোলনের সূচনায় যাদের অবদআন রয়েছে তাঁদের প্ৰতি শ্ৰদ্ধা নিবেদন করা হয়।

বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বৃহস্পতিবার আনুষ্ঠিত হয় এক সভা। এতে অংশ নেন ত্ৰিপুরা গণমুক্তি পরিষদের সভাপতি তথা সাংসদ জিতেন্দ্ৰ চৌধুরী। এই আন্দোলনের গুরুত্ব ও প্ৰেক্ষাপট সংক্ৰান্তে বক্তব্য রাখেন তিনি। এমনকি আন্দোলনের ইতিহাস সম্পর্কেও তাঁর বক্তব্য উঠএ আসে। এতে উপস্থিত ছিলেন বাম দলটির ত্ৰিপুরা প্ৰদেশ কমিটির প্ৰাক্তন সম্পাদক বিজন ধর। এতে আগামি দিনে শাসক দল বিজেপিকে উৎখাত করে ক্ষমতায় ফের কিভাবে আসা যায় তা নিয়ে আলোচনা করা হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com